আলাউদ্দিন লিটু স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ কাজী জাকেরুল মওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও ইফতেখারুল অনুপম, সহ-সভাপতি একরামুল হক খান তুহিন, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সদস্য মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের দপ্তর ও লাইব্রেরি সম্পাদক অরণ্য ইমতিয়াজ।
এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, যোগদানের ৭ মাসের মধ্যে আমার বদলী হয়েছে। আমি সাংবাদিকদের সব সময়ই আমার ভালো কাজে সাথে পেয়েছি। আমি আরো সময় নিয়ে টাঙ্গাইলকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম। আমার অনেক অসমাপ্ত কাজ রয়ে গেছে।