টাঙ্গাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে জুতার মালা ও কুশপুত্তলিকা দাহ ফিলিস্তিনিদের উপর হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ
আলাউদ্দিন লিটু
স্টাফ রিপোর্টারঃ
ফিলিস্তিনি রাষ্ট্রের উপর অবৈধ দখলদার ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ ও অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ইমাম, কওমী উলামা পরিষদ। শুক্রবার (২০ অক্টোবর) জুমা’র নামাজের পর বিক্ষোভের শুরুতে ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মুসুল্লিারা সমবেত হন।
এরপর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। নৃশংস হত্যাযজ্ঞ ও নির্যাতন বন্ধের দাবিতে বিভিন্ন ব্যানার ফেস্টুন, প্লে-কার্ড ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র প্রতিকৃতিতে গলায় জুতার মালা পড়িয়ে বিক্ষোভ মিছিল ও পরে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
এসময় বক্তারা বলেন- ফিলিস্তিনির আমাদের মুসলমান ভাই বোনেরা রক্তে রঞ্জিত হচ্ছেন। এক মুসলিম আরেক মুসলমানের ভাই। ইহুদিরা সাম্রাজ্য অন্যায়ভাবে শিশু থেকে সকল বয়সি মানুষকে নির্বিচারে নির্যাতন ও গণহত্যা করছে। তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে না পারলেও রাস্তায় নেমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তব্য রাখেন- উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলনা সিরাজুল ইসলাম প্রমুখ। মিছিলের মোনাজাত পরিচালনা করেন কওমী উলামা পরিষদের সভাপতি মাওলনা মাহফুজুর রহমান।