বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

টাঙ্গাইলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৯২ বার পঠিত

আলাউদ্দিন লিটু স্টাফ রিপোর্টারঃটাঙ্গাইলে প্রথম বারের মতো জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের বিনামূল্যে এইচপিডি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যােগে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

 

এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

 

এসময় জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ। এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৫ম শ্রেণির ৪৫ হাজার ৪৮৪ জন, ৬ষ্ঠ শ্রেনির ৩৮ হাজার ৩৮১ জন, ৭ম শ্রেনির ৩৫ হাজার ২৮৫ জন, ৮ম শ্রেণির ৩৩ হাজার ৯৭২ জন ও ৯ম শ্রেণির ৩৩ হাজার ৫৫০ জন শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে।

 

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, টিকা নিতে প্রথমে অনলাইন নিবন্ধন করতে হবে। এরপর টিকা নিতে হবে। এ টিকা কার্যক্রমে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ১ লাখ ৮৬ হাজার ৬৭২ জন কিশোরীকে টিকা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991