-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে আজ সোমবার থানা মোড় চত্বরে সকাল ১০টায় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা,নিপীড়ন,ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করা হয়।
গোপালপুর উপজেলা ছাত্রদল ও গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সকল অঙ্গ সংগঠনের নেতা ও নেতৃবৃন্দরা নারী নির্যাতন, ধর্ষণ এবং বহুল আলোচিত আছিয়া ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ বলেন: নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। একইসঙ্গে বিচার ব্যবস্থার সংস্কার করে অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ,উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সবুজ সরকার,শহর ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুহিন,গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আহমেদ সাগর,সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাঈম; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন সহ গোপালপুর উপজেলা ছাত্রদল ও গোপালপুর শহর ছাত্রদল ও গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল সহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ।