লেমন সরকার, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইটভর্তি ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। হরিপুর থানার ওসি জাকিয়া মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
নিহত শরিফুল ইসলাম উপজেলার গেদুড়া ইউনিয়নের বনগাঁও এলাকার ওয়াইজুল হক (টুনু) মাস্টারের ছেলে। তিনি ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে বনগাঁও বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হয়ে স্কুলে যাওয়ার পথে বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে ট্রাকটিকে সাইড দিতে গিয়ে চালাক চাপা দেন এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম মারা যান।
এ ব্যাপারে হরিপুর থানার ওসি জাকিয়া মন্ডল আরো জানান, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।