লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ আলী (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে বাবা-ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার।
রবিবার (২২ জুন) বিকেলে উপজেলার চাড়োল ইউনিয়নের পরদেশী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দিনমজুর মোহাম্মদ আলী ওই এলাকার মৃত দেবারু হোসেনের ছেলে। আহতরা হলেন- মশিউর রহমান (৩৫) ও তার ছেলে সাব্বির আহমেদ (১৩) গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপতালে ভর্তি করে।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুর থেকে পরদেশীপাড়া গ্রামের মোহাম্মদ আলী, মশিউরসহ ৬-৭ জন মাঠে রোপা আমন রোপণের কাজ করছিল। বিকাল ৪টার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যায় মোহাম্মদ আলী। এ সময় মোহাম্মদ আলীর সঙ্গে থাকা মশিউর ও তার ছেলে সাব্বির আহত হন।