লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::
প্রয়োজনীয় অনুমোদন বা ছাড়পত্র না থাকা অবস্থায় অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার এনএনবি ও এমএ ব্রিকস এ ২ ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন জেলা ভ্রাম্যমাণ আদালত। এইসাথে আদালত ৭ দিনের মধ্যে ওই ইটভাটা দুটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার হরিপুর সদর ইউনিয়নের এনএনবি ও ভাতুরিয়া ইউনিয়নের এমএ ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। পরে ওই দু’ ইটভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং ৭ দিনের মধ্যে ভাটার মালিকদের ইট প্রস্তুতের সকল কার্যক্রম বন্ধ করে ভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার জানান, এ এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলোর বেশিরভাগেরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব অবৈধ ইটভাটা পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত করছিল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটা গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।