স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মাদকদ্রব্য ১০০ পিজ ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ মো. আশিকুর রহমান (২২) নামে এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার ০১ এপ্রিল এসএম জাহিদ ইকবাল এর নেতৃত্বে এসআই/মিজান ও তার সঙ্গীয় ফোর্স অভিযানে বিকাল আনুমানিক ১৬.২০ ঘটিকার সময় উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা বাজারস্থ মনিরুল ইসলাম বাবুল আর্মি মোটরসাইকেলের পার্সের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আশিকুর রহমান বোচাগঞ্জ উপজেলার সুবিদহাট (মাঝাপাড়া) এলাকার শফিকুল ইসলামের ছেলে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০০ পিজ ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ মো.আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।