ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের ৫০বছর পূর্তির সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে (২৯ জুলাই) শুক্রবার বিকাল ৫টায় ডিগ্রি কলেজ হলরুমে উদযাপন পরিষদের সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে সূবর্ণ জয়ন্তী উদযাপনের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিটির কার্যকরী সভায় আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন- আ”লীগ সভাপতি সইদুল হক, ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম,অধ্যক্ষ মহাদেব বসাক, সহকারী অধ্যাপক জুলফিকার আলম ভূট্রো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানসাহ ইকবাল,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রভাষক সবুর আলম, সুকুমার মোদক, আশরাফ আলী, শ্রাবন্তী মন্ডল শিউলি, প্রশান্ত বসাক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন ও ফইজুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাব আহ্বায়ক কুশমত আলী, সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক ভিপি কামাল উদ্দীন, সহকারী শিক্ষক সোহেল রানা, তারেক আজিজ, মলয়, শেফালি, বাপ্পী,সজইনুল, মেনন (প্রমুখ)।
উল্লেখ্য যে, আগামী ২৬ নভেম্বর শনিবার ২০২২ইং ডিগ্রি কলেজর ৫০বছর সূবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হবে।