ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।
রবিবার (২৩ অক্টোবর)সন্ধ্যায় থানাধীন ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ অশ্বিনী কুমার বর্মনকে(৬০) আটক করে পুলিশ। অশ্বিনী কুমার বর্মন ধর্মপুর গ্রামের পবন চন্দ্রের ছেলে।
জানা গেছে,গ্রেফতারকৃত অশ্বিনী চন্দ্র বর্মন এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।