মাসুদ রানা লেমন, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের হরিপুরে দাঁড়িয়ে থাকা মাহেন্দ্র ট্রাকটরের সাথে ধাক্কা লেগে সঞ্চয় চন্দ্র ভৌমিক (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮ টায় উপজেলার আমগাঁও ইউনিয়নের পাঁচপীর গোরস্থান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা জায়, নিহত সঞ্চয় চন্দ্র ভৌমিক দেবরাজ গ্রামে থেকে মোটরসাইকেল যোগে ঠাঁকিঠুকি বাজারে যাওয়ার পথে পাঁচপীর কবরস্থান নামক স্থানে দাঁড়ি থাকা মাহেন্দ্র ট্রলি গাড়ির পিছনে মোটরসাইকেল চালক থাক্কা দেয়৷ এতে ঘটনা স্থলে মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়৷ পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে যাদুরাণী বাজারে পৌছালে সঞ্চয় চন্দ্র ভৌমিকের মৃত্যূ হয়।
নিহত- সঞ্চয় চন্দ্র ভৌমিক উপজেলার আমগাঁও ইউনিয়নের দেবরাজ গ্রামের ফরজন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।