মোঃ ইউনুছ কুমিল্লা জেলা প্রতিনিধিঃ- ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৫ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে কুমিল্লার হোমনা থানার পুলিশ। এসময় পুলিশের ধাওয়া খেয়ে আরও দুজন পালিয়ে যায়। আটককালে তাদের গণধোলাই দেয় জনতা।
ডাকাতিকাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ (ঢাকা মেট্রো-ন-১৭-৪৬৪৫) দুটি রাম দা’, একটি লোহা কাটার কাঁচি,একটি চাইনিজ কুড়াল, দুটি সুচারু লোহার রড উদ্ধার করে পুলিশ।
বুধবার (২ নভেম্বর ) রাতে উপজেলার ঘারমোড়া বাজার থেকে সিনাইয়া এলাকায় রাস্তা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে হোমনা থানায় মামলা দায়েক করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে রাত্রীকালিন বিশেষ অভিযানকালে পুলিশের একটি দল ওই এলাকায় ডাকাত ডাকাত শব্দ শুনতে পেয়ে এগিয়ে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এরা এদিক ওদিক দৌড়ে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ জনগণের সহায়তায় ধাওয়া করে ডাকাতদেরকে আটক করেন।
এসময় ডাকাতি কাজে ব্যবহৃত তাদের একটি মিনি কাভার্ডভ্যানও আটক করা হয়। তারা উপজেলার বাগমারা গ্রামে ডাকাতির উদ্দেশে যাচ্ছিল।
ডাকাতরা হলো ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার আইনুল হক (৩২), নরসিংদী জেলার মো. আমির হোসেন (৩৫) কামাল উদ্দিন (৩৫), মুরাদনগর উপজেলার শান্ত মিয়া (৩১), কচুয়া উজেলার স্বপন ড্রাইভার (৩৫), নরীনগর উপজেলার রবিউল (৩৫) ও হোমনা উপজেলার মণিপুর গ্রামের মাঈন উদ্দিন(৩৮)।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উপজেলার বাগমারা গ্রামে ডাকাতির উদ্দেশে প্রস্তুতি নিচ্ছিল।
রাত্রীকালিন অভিযানে মানুষের ডাকাত ডাকাত চিৎকার শুনে ধাওয়া করে ডাকাতদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে হোমনা থানায় মামলা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারিখ :-০৩-১১-২২ ইং