লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানা আওতাধীন ১৩ নং দিঘলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে ডাকাত ধরতে গিয়ে ডাকাতের চুরির আগাতে গুরুতর আহত মোসলেউদ্দিন মেম্বার ও গ্রাম পুলিশ মোঃ সোহাগ।
স্থানীয় ইউপি সদস্য মোসলেউদ্দিন জানান,জাপরপুর কানোদ্দিয়ার বাড়ির প্রবাসি আঃ মতিনের ঘরে ডাকাত ডুকে রাত ৯.০০ ঘটিকার সময় মতিনের স্ত্রী পারুল বেগমের সাথে লাপ্টালাপ্টি হয়।এক পয্যায়ে পারুল বেগম কে চুরি দিয়ে হত্যার উদ্দেশ্য গলায় পোঁচ দেয়। চুরির আঘাতটি গলায় না লেগে জামিতে লাগে।আঘাত করার পর পারুল চিৎকার করলে স্থানীয় লোকজন ও মেম্বার এসে পারুল বেগম কে সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
রাত ১.১০ ঘটিকায় স্থানীয় ইউপি সদস্য গ্রাম পুলিশ কে নিয়ে এলাকা টহল দেওয়ার সময়,পাসের বাগানে মুখোস পরা অবস্থায় কিছু লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে দেখ হাতে থাকা টর্চলাইট মারলে ডাকাত দল তাদের উপর আক্রমণ করে।এতে ডাকাতের চুরির আঘাতে ইউপি সদস্য মোসলেহউদ্দীন ও গ্রাম পুলিশ মোঃ সোহাগ গুরুতর আহত হয়।গ্রাম পুলিশ সোহাগ কে ও সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোসলেহ্ উদ্দীনের দিক নির্দেশনায় এস আই আঃ রহিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
গ্রাম পুলিশ সোহাগ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।মামলার ভিত্তিতে রবিন নামক এক ডাকাত সদস্য কে জনগণ ধরে পুলিশের হাতে সোপর্দ করে।
রবিনের স্বীকারোক্তিতে বাকি আসামিদের কে ধরা হবে বলে যানান।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুসলেউদ্দিন।