শরীয়তপুর প্রতিনিধিঃ আবুআলম: ডামুড্যা পৌর এলাকার উপজেলা পরিষদ চত্তরের পিছনে মাদক ব্যবসায়ী ল হাওলাদার বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্র জনতা ও এলাকাবাসী।
এ সময় উত্তেজিত জনতা হামলা ভাংচূর ও অগ্নিসংযোগ করে ৩টি মোটসাইকেল পুড়িয়ে দেয়।সোমবার (৩ মার্চ) বেলা ১২ টার দিকে এ ঘটনাঘটে।
প্রত্যক্ষদর্শি শিক্ষার্থী তুষার বলেন, কয়েক জন মুরব্বি ছাত্রদের নিয়ে রমজান মাসের অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য ওই বাড়িতে যায়। এ সময় মাদক কারবারি আলমগীর ও তার ছেলে সোহেল তাদের সাথে উত্তেজিত হয়ে উঠে। মহিলারা তাদের উপর মরিচ গুড়া নিক্ষেপ করে। সেই সাথে দেশীয় অস জনতাকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এর তারা সংগঠিত হয়ে ওই বাড়িতে হামলা চালায়।
আলমগীর হাওলাদার বলেন, হামলাকারীরা আমাদের কবুতরে ও মুরগির ফার্ম ভাঙচুর লুটপাট করে। এ সময় ১০০ টি কবুতর, ৫০ টি মুরগি, ১০০ টিকোয়েল পাখি ও ৩ টি, ছাগল লুট করে নিয়ে গেছে তারা।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক জানান, ডামুড্যা পৌর এলাকার ২ নং ওয়ার্ডের মাদক কারবারি আলমগীর হাওলাদারের বাড়িতে স্থানীয় উত্তেজিত ছাত্র জনতা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে এবং মাদক ব্যবসায়ী বাড়ির সামনে তিনটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়, উক্ত মাদক কারবারী সোহেল ও তার বাবা আলমগীর হাওলাদার কবুতর ও মুরগির ফার্ম এর ব্যবসা আড়ালে দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের কারবার করে আসছিলেন।