প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক” “যুক্ত”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ডাসকো ফাউন্ডেশন “যুক্ত”প্রকল্পের আয়োজনে নাটোর সদর উপজেলায় হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ০৫/১১/২০২২ তারিখে “আন্তজাতিক তথ্য অধিকার দিবস ২০২২” উদযাপন উপলক্ষ্যে একটি রোড শো’র এবং তথ্য মেলার আয়োজন করা হয়।উক্ত মেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী আকবর, প্রচার সম্পাদক আওয়ামী লীগ নাটোর। রোড শো উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান মোঃ বদর উদ্দীন। আরও উপস্থিত ছিলেন মানবাধিকার রক্ষা কর্মী গন ও ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত যুক্ত প্রজেক্টের এফ এফ রন্জন রায়,স্কুল ফ্যাসিলিটেটর মশিউর, এসি ভানু রানী, পিসি লিটন ও এফ এফ কার্তিক কেওয়া এবং আরও অনেকে।