মুজাহিদ হোসেন ষ্টাফ রিপোর্টারঃ
তথ্য আপা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রষুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২পর্যায়)উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আদগ্রাম পূর্ব পাড়া মোহাম্মদ ফকিরের বড়িতে আজ (২৬জুন রবিবার )সকাল ১০টায়।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য কেন্দ্র জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান মোছা.নাজমা রহমান, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছা.শারমিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছা.হাবিবা খাতুন, তথ্য সেবা কর্মকর্তা মোছা.মনিরা খাতুন।