ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই মোঃ সহিদুল ইসলাম পিপিএম এর একটি চৌকষ টিম ০১/০৫/২০২৩ ইং তারিখ ১৯.৪০ ঘটিকায় আশুলিয়া থানাধীন বাইপাইল হাবিব সিএনজি পাম্প এর সামনে হইতে আসামী ১। মোঃ মিজান বেপারী (২৮), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-কোহিনুর বেগম, সাং-ভাংগারমনা, থানা-মুলাদী, জেলা-বরিশাল, এ/পি সাং-উত্তর গাজীরচট, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন, উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাত এর একটি চৌকষ টিম ০১/০৫/২০২৩ ইং তারিখ ২১.১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বাড্ডা বনপুকুর এলাকা হইতে আসামী ১। মোঃ উজ্জল শেখ (৩৮), পিতা-শেখ খোরশেদ আলম, মাতা-রিজিয়া খাতুন, সাং-সাদাপুর, (বাজারের কাছে), থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, এ/পি সাং-বাড্ডা বনপুকুর, মোঃ শহিদুল ইসলামের বাড়ীর ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন। উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি(উত্তর) , ঢাকা জেলার সাড়াষি অভিযান অব্যাহত আছে।