ডিমলায় জে*ল হ*ত্যা দিবস পালন
স্টাফ রিপোর্টার
মনোয়ার হোসেন সেলিম
নীলফামারীর ডিমলায় শুক্রবার (৩রা-নভেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য়ালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতীয় চার নেতার প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তাঁদের রুহের মাকফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
পরে ডিমলা বিজয় চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্ব-দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। দিবসে উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লী, কৃষক লীগ, ওলামা লীগ, তাতী লীগ, স্বেচ্ছাসেবী লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগসহ ছাত্র লীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।