নিজস্ব প্রতিবেদকঃ
ভারতের হিন্দি চলচ্চিত্র জগতের মেঘা স্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান কে বোম্বাই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর করা মামলা থেকে বেকসুর খালাস পেলেন। গত ২০২১ শে ,অক্টোবর নেভি বোম্বাই থেকে গোয়া যাওয়ার পথে মাঝ সমুদ্র থেকে প্রমোদতরী থেকে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান সহ মোট ১৪,জন, কে গ্রেপ্তার করে ভারতের এন সি বি এর সদস্যরা। দীর্ঘদিন জেলে থাকতে হয় শাহরুখ খানের পুত্র আরিয়ান খান কে। এই ঘটনা নিয়ে সারা ভারতে বিজেপি ও তার দোসরদের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার করে মাঠে নামেন মহারাষ্ট্র রাজ্যের শিবসেনা ও এন সি পি এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। সেই সাথে মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রী জনাব নবাব মালিক এন সি বি প্রধান সঞ্জয় কুমারের বিরুদ্ধে কোটি টাকার ঘুষের বিনিময়ে মুক্তি র করার দাবি করেন। এবং নারকোটিক্স কন্ট্রোল বোর্ড এর প্রধানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার জন্য অনুরোধ করেন। এবং মহারাষ্ট্র রাজ্যের শিবসেনা নেতা এবং মুখ্যমন্ত্রী শ্রী উদ্ভাব ঠাকুর শাহরুখ খানের পরিবারের পাশে দাঁড়ায়। এবং মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রী জনাব নবাব মালিক শাহরুখ খানের পুত্র কে নির্দোষ বলে মনে করেন। এই ঘটনার পর দীর্ঘদিন ধরে কেস চলার পর এন বি আই মোট ৬,হাজার, পতার চারজসিট দেন তাতে অভিনেতা শাহরুখ খানের পুত্র মোট ১৪, জনের মধ্যে মোট ছয়জন কে বেকসুর খালাস করে দেন। যার মধ্যে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এই কেসের অপর আসামি মুনমুন ধমেরা ও আফবাজ মার সেন্ট ছিল। আজকের চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মুক্তি পাবার খবর পাওয়ার সাথে সাথে শাহরুখ খানের বাড়ি মন্নত তে খুশির হাওয়া বইছে সেই সাথে মহারাষ্ট্র রাজ্যের শিবসেনা ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এবং এন সি পি নেতৃত্বের নৈতিক জয় হয়েছে বলে দাবি করছে। এবং পরাজয় হয়েছে বিজেপি ও তাদের দোসর শক্তির এবং ভারতের এন সি বি র।।