নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ঢাকার দোহারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার বেলা ১২ টায় উপজেলার জয়পাড়া বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনটি মুদির দোকানকে আর্থিক জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে ব্যবসায়ীদের ভোজ্যতেল, চিনি, মসলা ইত্যাদি নিত্যপণ্য প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত মজুদ না করা এবং অতিরিক্ত দাম না রাখার অনুরোধ করেন তিনি। অভিযানের সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply