ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আল আমিন আফজাল সরদার (৩১) নামের এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার (২৩ মে) বিকেলের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের চৌটাইল দক্ষিণপাড়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২১ মে) সকালের দিকে নিখোঁজ হয় সে। নিহত আল আমিন কুল্লা ইউনিয়নের চৌটাইল দক্ষিণপাড়া গ্রামের মোঃ ইউনুছ সর্দারের ছেলে।
জানা গেছে, আল আমিন আফজাল সরদার কিছুটা বোকাসোকা বুদ্ধি প্রতিবন্ধী ছিল। প্রতিদিনের মতো গত শনিবার সকালের দিকে সকালের খাবার খেয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। সেদিন আর বাড়িতে ফিরে না আসলে পরদিন রবিবার ধামরাই থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবারের লোকজন। পরে এলাকার লোকজন আজকে ডোবায় আফজালের লাশ ভেসে থাকতে দেখে আমাদের খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানায় রয়েছে।