বিশেষ প্রতিনিধি এস এম জসিম: চট্টগ্রামে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি একটি ব্যস্ততম সড়ক।
আজ সকাল আনুমানিক ১১টায় (২৯শে জুন) বড়পোল থেকে ২০ থেকে ৩০জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া স্টার লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ।
ফকিরহাটের স্থানীয় মানুষেরা মিলে বাসের ভিতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন ।
ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট উদ্ধার তৎপরতার কাজ করছেন ।
আহত অবস্থায় প্রায় ২০-৩০ জনকে বাসের ভিতর থেকে বের করে আনা হয়।
আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়
ব্যস্ততম সড়কটিতে প্রায় প্রায় দুই ঘন্টা গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।
গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর সঠিক কারণ এখনো জানা যায়নি ।