মো: ইমরান মোল্লা বিশেষ প্রতিনিধিঃ আজ দুপুর থেকে ঢাকা জেলার মোহাম্মদপুর কৃষি মার্কেটে চলে আগুনের তান্ডব লেলিহান শিখা ।
কৃষি মার্কেট মোহাম্মদপুরে আগুন লাগার দুই ঘণ্টার মধ্যে বেশিরভাগ দোকান পুড়ে ছাই। চেষ্টার নাই কোনো ত্রুটি, তবে শেষ পযর্ন্ত হলো না পানি, পুড়ে হলো কয়লা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সর্ব শেষে রক্ষা হলো না দোকান, নিভে গেলো ব্যবসায়ী দের আশার প্রদীপ।
পানি স্বল্পতার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলেই স্থানীয় লোকজন ও ব্যবসায়ী দের অভিযোগ।
মোহাম্মদপুরে কৃষি মার্কেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
এই মার্কেটে পাঁচশত এর বেশি দোকান রয়েছে। এর মধ্যে জুয়েলারি, চাল, প্লাস্টিক, কাপড়, কসমেটিকস, জুতা ও কাঁচামালের দোকান আছে। কয়েক হাজার ব্যবসায়ী এখানকার ব্যবসার সঙ্গে জড়িত।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, এই মার্কেটের অনেক দোকানে এয়ার কন্ডিশনার রয়েছে। এয়ার কন্ডিশনার বিস্ফোরণের কারণে আগুন আরও তীব্র রুপ ধারণ করছে।
সব দিকে আগুন আরো বেশী ছড়িয়ে পড়ছে। জনতার ভিড়ের কারণে আগুন নিভানোর কাজ ব্যাহত হচ্ছে। আশপাশ থেকে পানি পাইপ দিয়ে টেনে এনে আগুন নেভোনোর চেষ্টা চলছে।