মাহবুবুর রহমান জিসান লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার দালাল বাজার-রায়পুর উপজেলা রুটে বিআরটিসি এসি সার্ভিসের উদ্বোধন হয়েছে।
আজ শনিবার (১০ জুন) বিআরটিসি এসি বাসের উদ্বোধন করেন লক্ষ্মীপুর -২ আসনের মাননীয়
সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এ্যডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
শনিবার রায়পুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় রায়পুর রুটের দায়িত্বে থাকা ওয়াহিদুর রহমান মুরাদ এর সমন্বয়ে এসি বাসের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বাবুল পাঠান, পরিবহন নেতা ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তানভীর হায়দার চৌধুরী রিংকু,
উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এড.নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। তার উন্নয়নে লক্ষ্মীপুর জেলার মানুষ ঢাকা মুখী হচ্ছে স্বল্প দূরত্বে স্বল্প সময়ে ঢাকা। সেই সুযোগ করে দেওয়ায় বিআরটিসি বাসের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।