লালমোহন প্রতিনিধি
তজুমদ্দিনে কমিউনিটি পুলিশিং ডে পালিত
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে তজুমদ্দিনে র্যালি
‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে তজুমদ্দিন থানার আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালি শেষে থানার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, পরিদর্শক (তদন্ত) তারিক হাসানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।