সামসুর রহমান (শুভ) স্টাফ রিপোর্টারঃ
তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ (মাদরাসা পর্যায়) তজুমদ্দিন উপজেলাধীন চাপড়ী আলিম মাদরাসাটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
অত প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায়,, চাপড়ী আলিম মাদ্রাসার সভাপতি মোঃ ইশতিয়াক হাসান ও অধ্যক্ষ হাবিবুর রহমান হারুন সাহেব, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন, লালমোহন তজুমদ্দিনের মাননীয় সংসদ সদস্য, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মোহাদয়, ও তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার, মরিয়ম বেগম স্যারের প্রতি।
চাপড়ী আলিম মাদ্ররাসাটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়, মাদ্ররাসাটির শুরু থেকে অনেক সুনামের সাথে ছাত্র/ছাত্রীরা লেখাপড়া করে আসছে, পাসের হার প্রতি বসর ৯০%করে।
চাপড়ী আলিম মাদ্ররাসার সম্মানিত অধ্যক্ষ হাবিবুর রহমান হারুন বলেন, ছাত্র/ছাত্রীদের ভালো ফলাফলের জন্য আমার এই প্রতিষ্ঠানটি ২০১৭ সালে ও শ্রেষ্ট প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে, বিশ্ব শিক্ষক দিবসে, সকলের দোয়া আমি ২০১৮ সালে, ভোলা জেলায় শ্রেষ্ট শিক্ষক হিসাবে এ্যাওয়ার্ড পেয়েছি,আলহামদুলিল্লাহ
তিনি আরো বলেন,সবাই দোয়া করবেন আমার মাদ্ররাসার সাভেক সভাপতি আলহাজ্ব শাহ শাহাজান স্যারের প্রতি, তিনি সভাপতি থাকা কালীন ব্যাপক উন্নায়ন করেছেন, সৎ নিষ্ঠাবান এই শ্রদ্ধেয় স্যার সবসময় সুস্থ থাকুক এই কামনাই করি।
এছাড়াও
মাওঃ হাবিবুর রহমান হারুন,২০১৯ সালের ১৩ ই সেপ্টেম্বর, মাদার তেরেসা গোন্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন,
সাউথ এশিয়া কালচারাল ফোরাম থেকে, ২০২০ সালের ৩১ অক্টোবর, মুক্তিযুদ্ধার সন্তান ফাউন্ডেশন থেকে মুজিব এ্যাওয়ার্ড পেয়েছেন,
২০২১ সালে শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য গৌরবময়, জার্ণালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর উদ্দ্যগে, নেলসন ম্যান্ডেলা গোন্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন, এছাড়া ও তাহার রয়েছে অনেক সুনাম,
সর্বশেষ অধ্যক্ষ হাবিবুর রহমান হারুন বলেন, আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় আমার এই প্রতিষ্ঠানটি ভোলা জেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসাবে পদন্নিত করতে পারি ,তাই সকলের দোয়া চাই।