মোঃ কবির হাওলাদার, স্টাফ রিপোর্টর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনা করায় পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) সংসদীয় আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশি এক ডজন আওয়ামীলীগ নেতা তাদের কর্মী সমর্থক নিয়ে ঢাকায় অবস্থান করছেন। ১৮ নভেম্বর থেকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে দলীয় মনোনয়পত্র সংগ্রহ করবেন তারা। বর্তমান সংসদ সদস্য এস এম শাহজাদা জানিয়েছেন শনিবার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করে সোমবারে জমা দিবেন তিনি। পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন জানিয়েছেন তিনি রোববার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন। গলাচিপা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক জাওয়াদ সুজন ১৮ নভেম্বর শনিবার দলীয় মনোনয়ন সংগ্রহ করে সোমবারে জমা দিবেন। বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মোঃ আবুল হোসেন রোববারে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। গলাচিপা উপজেলা আওয়ামীলীলীগের কার্যনির্বাহী সদস্য এ্যডভোকেট ফখরুল ইসলাম মুকুল জানিয়েছেন শনিবার দলীয় মনোনয়ন সংগ্রহ করবেন। দশমিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজীজ মিয়া রোববারে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন। গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে রোববারে দলীয় মনোনয়ন সংগ্রহ করবেন। দশমিনা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন শনিবারে দলীয় মনোনয়ন সংগ্রহ করবেন। ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক পিপি এ্যাডভোকেট ফোরকান মিয়া রোবারে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এছাড়াও সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা কামরান সাহিদ প্রিন্স মোহাব্বাত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপিত বাবুল চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য মোঃ হিরন আহমেদ রোবারের মধ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন