খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
তরমুজ কিনতে বাড়ী থেকে রওয়ানা দিয়ে মলম পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি। ১৯ মার্চ সন্ধ্যা অনুমান ৭.৩০ টার সময় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার হরিদেবপুর বাসস্ট্যান্ডে অজ্ঞাত ১ ব্যক্তিকে অচেতন অবস্থায় পটুয়াখালী গলাচিপা রুটের এক বাস থেকে নামিয়ে তেয়া হইলে স্থানীয় লোকজন গলাচিপা থানায় সংবাদ দিলে থানা কতৃপক্ষ তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় রাত ৮.১০ টার সময় গলাচিপা হাসপাতালে ভর্তি করেন।
তার সাথে ফোন নাম্বার ছাড়া আর কিছুই পাওয়া যায় নাই। ফোন নাম্বারে যোগাযোগ করা হইলে যানা যায় তিনি বাগের হাট জেলার মোড়লগঞ্জ থানার চালিতা বুনিয়া গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মো: জাকির হোসেন (৪৫). তার স্ত্রীর সাথে মুঠোফোনে একাধিকবার বার যোগাযোগ করে যানা যায় তিনি খুলনার এক তরমুজ ব্যবসায়ীর আড়তে লেবারের কাজ করেন। মালিকের নির্দেশ মোতাবেক তরমুজ কেনার উদ্দেশ্যে আজ সকালে বাড়ী থেকে পটুয়াখালীর কুয়াকাটা রওয়ানা দেয়। তার সাথে সামান্য কিছু টাকা এবং একটি নকিয়া বাটন ফোন ছিল।
এরপর আর কিছু জানা যায় নাই। জাকির হোসেন নামের ঐ ব্যক্তি বর্তমানে গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাওয়া হইলে তিনি বলেন তাকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে এখন পর্যন্ত তার জ্ঞান ফিরে নাই। তার চিকিৎসা অব্যাহত আছে। জ্ঞান না ফেরা পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাবে না। তবে চিকিৎসার কোন ঘাটতি হবে না। রিপোর্ট লেখা পর্যন্ত অর্থাৎ ১২.৩০ টা পর্যন্ত তার জ্ঞান ফিরে নাই।