
মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টার:
৬ নভেম্বর ২০২৫ইং বৃহস্পতিবার রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় তিনি তানোর উপজেলা ভূমি অফিসে উপস্থিত হয়ে অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং বিভিন্ন সেবা প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। ভূমি অফিস পরিদর্শনের পাশাপাশি তিনি তানোর পৌর শহরের আকচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং আমশো মোড়ে অবস্থিত তানোর ইউনিয়ন ভূমি অফিসও সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেবাপ্রার্থীদের আরও সহজে ও স্বচ্ছভাবে সেবা দিতে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিব শংকর বসাক, তানোর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা তানভীর আহমেদ সজিবসহ অন্যান্য কর্মকর্তারা। স্থানীয় প্রশাসন এই পরিদর্শনকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে এবং আশা প্রকাশ করেছে, এর মাধ্যমে ভূমি ও শিক্ষা সেবার মান আরও উন্নত হবে।