রিপোর্টারঃ মোঃসুজন আহাম্মেদ রাজ
তানোর উপজেলা ভুমি অফিসের নাজির শাহিনুর ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী জেলা প্রশাসক মহাদ্বয়ের কাছে
লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। তার অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।
কামারগাঁ ইউনিয়ন পরিষদের সদস্য, লুৎফর রহমান বলেন। সে ফাইল প্রতি ১৩০০/- টাকা ঘুষ নেন।
পাঁচন্দর ইউনিয়নের কৃষক, জনাব, মোঃ আব্দুল কুদ্দুস বলেন সে তো, হাংগর!
কলমা ইউনিয়নের কৃষক মোঃ মিজান বলেন যত তাড়া তাড়ি পারেন তাকে বিদায় দেওয়ার ব্যবস্হা করেন।
বাঁধইড় ইউ পি, সদস্য, মোঃ মোসলেম উদ্দিন বলেন, তাকে টাকা না, দিলে সে, ফাইলে হাত দেয় না।
চাঁন্দুড়িয়া ইউপি, জৈনক কৃষক গাজী মুদ্দিন জকি তার অপসারণ চান।
তানোর পৌরসভার যুবলীগ নেতা, জনাব, টুটুল মিয়ার একই মতামত।
সরনজায় ইউ পির, সদস্য, সেলিম বলেন, ঘুযখোর নাজির শাহিনুরের বিচার হওয়া প্রয়োজন।