নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় দুস্থ ও পথ শিশুদের মাঝে পিঠা বিতরণ করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮ টায় রাজশাহী রেলগেট কামরুজ্জামান চত্বরে এই পিঠা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিঠা বিতরণ অনুষ্ঠানে তিন শতাধিক পথশিশু ও দুস্থদের মাঝে পিঠা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ রাজীব শেখ, সাধারণত সম্পাদক মোঃ রাতুল সরকার, তারুণ্যের উদ্যোগ সংগঠনটির সদস্য তৃষা, ঐশি, শান্ত, প্রমুখ। এ সময় সংগঠনটি সভাপতি মোঃ রাজীব শেখ বলেন সমাজের বিত্তবানদের এবং সমাজের সর্বস্তরের মানুষকে তারুণ্যের উদ্যোগে সংগঠনটির পাশে দাড়ানের জন্য আহ্বান জানান।