ব্যান্ডদল মানেই যেন তরুণদের কাছে এক অন্যরকম উন্মাদনা। ১৪ অক্টোবর শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত হতে যাচ্ছে তারুণ্য নির্ভর ব্যান্ডের লাইনআপ নিয়ে কনসার্ট “এই সময় : অধ্যায় এক”।
“এই সময় : অধ্যায় এক” কনসার্টে মঞ্চে পারফর্ম করবে, মেঘদল, আভাস, সোনার বাংলা সার্কাস, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ ও আপেক্ষিক।
উল্লেখ করোনার প্রকোপ কমে যাওয়ায় এখন প্রতিটা কনসার্টে দর্শক উপস্তিতি ৯০ দশকের মতো।
মেঘদলের মূল গায়ক শিবু কুমার শীল বলেন, মানুষ এখন কনসার্ট দেখার জন্য দলে দলে আসছে, আমাদের উচিত ভালো মনোরম পরিবেশে কনসার্ট আয়োজন করা।