জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩০ হাজার হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হচ্ছে। কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ পক্ষ থেকে ওই ঈদ সামগ্রী বিতরন করা হচ্ছে।
জানা যায়, কালিয়াকৈর পৌরসভার ৯টি ওয়ার্ডের হত দরিদ্র পরিবারকে আসন্ন ঈদুল ফিতরে ঈদ উপহার সামগ্রী দেওয়ার সিন্ধান্ত নেওয়া হয়। সে মোতাবেক পৌরসভার হত দরিদ্রদের বাড়ীতে বাড়ীতে এসব ঈদ উপহার পৌছে দেওয়া হচ্ছে। শনিবার স্বরজমিনে গিয়ে দেখা যায় , বিএনপি নেতা সাইজুদ্দিন আহম্মেদ তার লোকজন নিয়ে ওই ঈদ উপহার সামগ্রী হতদরিদ্রদের বাড়ীতে পৌছে দিচ্ছেন। আগামী ১৫ রমজান পর্যন্ত এসব ঈদ উপহার বিতরন কার্যক্রম চলবে বলে জানা গেছে।
এবিষয়ে কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ বলেন, বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পৌর সভার ৯টি ওয়ার্ডের হতদিরদ্র ৩০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম চালু থাকবে।