শোক সংবাদ:২এপ্রিল ঐতিহ্যবাহী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তাহের আহমদ স্যারের শেষ বিদায় নিয়েছেন !
স্কুলের ধর্মীয় শিক্ষক মাওঃ মুক্তার আহমদ স্যারের ইমামুতিতে ২রা এপ্রিল বিকেল সাড়ে ৫টায় স্কুল মাঠে হাজার হাজার ছাত্র, শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গর উপস্থিতিত তাহের স্যারের প্রথম জাযানা নামাজ সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, সদস্য মোঃ নুরুল বশর, সাবেক সভাপতি মোঃ সেলিম আফজাল, সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম, স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ ফজল করিম, শিক্ষক ওসমান গনি, সিনিয়র শিক্ষক মোঃ গোলাম মহিউদ্দিন, শিক্ষক মোঃ ইলিয়াস আলী, শিক্ষক মুনিরুল আনোয়ার, প্রাক্তন শিক্ষক মোঃ ইয়াকুব আলী , ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহেল, হালিশহর একাদশ ক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক মু: বাবুল হোসেন বাবলা, মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, ব্যারিষ্টার কলেজ ভিপি জাহিদ হোসেন খোকান, মানবাধিকার নেতা হাজী মোঃ নাছির উদ্দিন, হালিশহর দাবা ক্লাবের সভাপতি নুরুল কবির মূসা ,প্রাক্তণ ছাত্র -ছাত্রী পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা সবাই মরহুম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুম তাহের আহমদ স্যার কে গ্রামের বাড়িতে ২য় দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্কুল সূত্রে জানা গেছে।