রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কেবল নেটওয়ার্কের প্রধান ব্যবসায়ি ও তাড়াশ গ্রামের টাওয়ার পাড়ার মৃত সমশের আলীর ছেলে আব্দুল হান্নান ওরফে নিপুর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এসবের জের ধরে তার ব্যবসায়িক পার্টনার আমিরুল ইসলাম ওরফে ধলাকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত ধলা উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
এ ঘটনায় ধলার স্ত্রী মোছা. ইয়াছমিন খাতুন (২৯ এপ্রিল) শুক্রবার তাড়াশ থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, তাড়াশ গ্রামের মৃত শামসুল আলমের ছেলে শামিউল ইসলাম ওরফে রনি, রাশেদুল ইসলাম মিনটু, মো. রিনটু, মো. রানা, মো. শামিম ও মালশিন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোক্তার হোসেন এবং মাগুড়া বিনোদ ইউনিয়নের দিঘীসগুনা গ্রামের ওয়াজেদ মির্জার ছেলে হাসান মির্জাসহ আরো বেশ কয়েক জনের একটি সঙ্গবদ্ধ দল আহত ধলার ব্যবসায়িক পার্টনার নুর ইসলাম নছিমের ডিস লাইনের তার কেটে দিয়ে ক্ষতি করে। পরে ধলা গত বৃহস্পতিবার দুপুরের দিকে বিচ্ছিন্ন ডিস লাইনের সংযোগ দিতে গেলে তাকে দিঘীসগুনা বাজারে লাঠি, রড, হাসুয়া ও রামদা দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ধলার উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন আবাসিক চিকিৎসক মোকবুল হোসেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, তদন্তপূর্বক আইনানুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।