মোঃ শরীফ আহমেদ স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে ২৭ জানুয়ারী শনিবার তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নানা আয়োজনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী শিক্ষাথীদের সম্মাননা স্মারক, নবীনদের ফুল দিয়ে বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির, সভাপতি সঞ্জিত কর্মকার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসির সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা, মোঃ আব্দুল আজিজ ( এম পি ) ৬৪ সিরাজগঞ্জ ৩।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মনিরুজ্জামান মনি চেয়ারম্যান উপজেলা পরিষদ, এ্যাডভোকেট নুরুল ইসলাম সহ সভাপতি উপজেলা আওয়ামী লীগ,শাহিনুর আলম লাবু, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, প্রভাষক মর্জিনা ইসলাম, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মোঃ আনোয়ার হোসেন খান, সভাপতি উপজেলা যুবলীগ ও ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগ, মোঃ আব্দুস সালাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
মোঃ আব্দুর রাজ্জাক মেয়ের তাড়াশ পৌর সভা, শ্রী সনাতন দাস সাবেক সভাপতি তাড়াশ প্রেসক্লাব ও চলনবিল প্রতিনিধি মাই টিভি, মোঃ মামুন হোসাইন সভাপতি তাড়াশ রিপোর্টার্স ইউনিট, মোঃ আতিকুল ইসলাম বুলবুল সভাপতি তাড়াশ প্রেসক্লাব, মোঃ শামিম আহমেদ সাধারণ সম্পাদক তাড়াশ প্রেসক্লাব, মোঃ শামিম আহমেদ শান্ত কাউন্সিলর ৪ নং ওয়ার্ড, মোঃ শরীফ আহমেদ সভাপতি তাড়াশ পৌর প্রেসক্লাব, অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী ও নবীন শিক্ষাথীদের উদ্দেশ্য, মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা, আব্দুল আজিজ বলেন, বিদ্যালয় থেকে কেউ কখনো বিদায় নেয় না, নানা ফরমেটে বিদ্যালয় এর সঙ্গে তাদের সব সময়ই সংযোগ থেকেই যায়, এ বিদ্যালয় থেকে তোমরা বিদায় নিয়ে উচ্চ পর্যায় পড়াশোনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে থেকে ডিগ্রী অর্জন করবে, এ প্রতিষ্ঠানের মান মর্যাদা তোমাদেরই অক্ষুন্ন রাখতে হবে, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদ্যালয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি, তোমাদের কলকাকলিতে এ বিদ্যালয় মুখরিত হয়ে উঠুক সেই কামনা করি।