স্টাফ রিপোর্টার জান্নাত জাহাঃ কুমিল্লা মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ফরাজিকান্দী গ্রামের আসমা আক্তার (২৪) নামের এক নারী একসঙ্গে তিন শিশু জন্ম দিয়েছেন। এদের মধ্যে দুজন মেয়ে ও একজন ছেলে। আসমার প্রথমেও আরেকটি পাঁচ বছরের ছেলে সন্তান রয়েছে।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩:৫১ টার দিকে নারায়ণগঞ্জ এর ‘সোনারগাঁ সেন্ট্রাল হাসপাতাল’এ ডাঃ শিউলী সরকার এর অধিনে থেকে এই তিনজন শিশুর জন্ম হয়।আসমা আক্তারের বাবার বাড়ি মেঘনা উপজেলা মানিকারচর ইউনিয়নের বড় নয়াগাঁও গ্রামে। শশুর বাড়ি একই উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ফরাজিকান্দী গ্রামে। আসমা আক্তার প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী।পরিচালক (হাসপাতাল) ডাঃ শিউলী সরকার ঢাকা টাইমসকে জানান, বিকালের দিকে সিজারের মাধ্যমে তিন শিশুর জন্ম দেন আসমা আক্তার। বিকাল ৩:৫১ টার দিকে একটি ছেলে সন্তান জন্ম দেন, পরে আরও একটি মেয়ে ও ছেলে সন্তান জন্ম দেন আসমা। মা ও শিশুরা আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছে। হাসপাতালেই তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তিনি আরও জানান, ওই প্রসূতির পরিবার আগে থেকেই আল্ট্রাসাউন্ড করে তিন শিশু জন্ম নেওয়ার কথা জানতেন। সফলভাবে তিন শিশু জন্ম নেওয়ায় খুশি তাদের স্বজনরা।