বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত, বন্যা আতঙ্ক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

মোঃ আফফান হোসাইন আজমীর, রংপুরঃ রংপুরে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুই ছুঁই করছে। যে কোনো সময়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে তিস্তাপাড়ে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। তিস্তার ডালিয়া ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখায় হু হু করে পানি প্রবেশ করছে। পানি বৃদ্ধির ফলে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টায় তিস্তার ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ১০ সেন্টিমিটারে পানি প্রবাহিত হয়েছে। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। যে কোনো সময়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে এই পয়েন্টে।

 

অপরদিকে কাউনিয়া পয়েন্টেও হু হু করে পানি বাড়ছে। দুপুর ১২টায় ওই পয়েন্টে পানি প্রবাহ ছিল ২৯ দশমিক ১০ সেন্টিমিটার। ৩ ঘণ্টার ব্যবধানে ওই পয়েন্টে পানি বেড়েছে ৫ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ২৯ দশমিক ৩১ সেন্টিমিটার।

 

তিস্তার পানি বৃদ্ধির ফলে রংপুরের গঙ্গচড়া, কাউনিয়া ও পীরগাছায় বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছেন। স্থানীয়রা জানান, অসময়ে বন্যা হলে আমন ধান ও আগাম আলুসহ অন্যান্য ফসলের ক্ষতি হবে। ফলে কৃষকদের পথে বসতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991