মোঃ বাবুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলার ৩ নং দাইপুকুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একাধিক মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত মাদক ব্যবসায়ী মোঃকানু , (৩২) পিতা, মৃত্যু মোঃ কুশুমুদিন গ্রাম পলাশবাড়ী,
একই ওয়ার্ডের মোঃ আতাবুরের ছেলে মোঃ নাদিম (২৩) কানু ডাকাতের ছেলের সাথে আজ বৈকাল চার টার সময় নাদিমের সাথে কথা কাটাকাটি হয়, মাদক বিক্রির বিষয়ে, তোরা মাদক ডাকাতি সব অপরাধমূলক কাজ করিস এ বলে, দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়, এই কথা কানু শুনতে পেয়ে, আনুমানিক সন্ধ্যা ছয়টা ৩০, মিনিটের দিকে কানু তার সাঙ্গু পান্ডু নিয়ে
একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে নাদিম কে, চার্জার অটো ভ্যানে করে তলে নিয়ে কানু তাহার বাড়ি নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে রড,হাসুয়া লাঠি দিয়ে, কানু ও তার সাঙ্গো পাঙ্গু রা
নাদিমের উপর অত্যাচার করেন
অত্যাচারে নাদিমের দুই হাত, পা, ভেঙ্গে গেলে নাদিম কে গাছ থেকে খুলে মাটিতে ফেলে রাখেন এই ঘটনার খবর পেয়ে, ৯ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য মোঃ মনিরুজ্জামান (বাবুল) গ্রাম পুলিশ ঘটনাস্থলে আসিয়া নাদিমকে উদ্ধার করিয়া
প্রাথমিক চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, এই ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানা ওসি চৌধুরী জুবায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করিলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছুই জানিনা, যদি এই রকম ঘটনা ঘটে থাকে, অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে