বিশেষ প্রতিনিধিঃ তোফাজ্জলের জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় । তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সভাপতি ছিলেন জানা গেছে ছেলেটি বেশ স্বজ্জন, পরোপকারী ও নেতৃত্বগুন সম্পন্ন ছাত্রনেতা ছিল।
ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায়।এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান।
তোফাজ্জল পরিবার ও অবিভাবক শুন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গত প্রায়ই ৩/৪ বছর তোফাজ্জল ঢাকা বিশব্বিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াত। এলাকার যারা ওরে চিনতো সবাই সহযোগিতা করতো।
ক্যাম্পাসে পরিচিত কাউকে দেখলেই দৌড়ে এসে কুশল বিনিময় করতো সেই ছাত্র তোফাজ্জলকে চোর সন্দেহে ছাত্ররা প্রথমে কৌশল বিনিময় করেন হোটেলে ভাত খাওয়ানোর নাটক করে বিভিন্ন বন্ধুদেরকে ফোনে জড়ো করে তারপরে শুরু হয়
নির্মম নির্যাতন দফায় দফায় ফিলিম স্টাইলে নির্যাতন অত্যাচারে অজ্ঞান হয়ে গেলে স্থানিওরা উদ্ধার করে প্রথমে শাহবাগ থানা নিয়ে যায় পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তারেরা তাকে মৃত ঘোষণা করেন