ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান মোঃ শাহ সৈয়দ খাঁন: ময়মনসিংহ ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক ইন্সপেক্টর তদন্ত চাঁদ মিয়া তার ফেসবুক প্রোফাইলে ৫ মে রবিবার ২০২৪ সকাল ১১ টায় আব্দুল্লাহ (৭) নামে একটি ছেলেকে পাওয়া গিয়েছে, লিখে স্ট্যাটাস দেয়। ছেলেটির পিতার নাম-মজিবর, মাতা-শামীমা ভাই-শিহাব এবং তার আম্মু ইবনেসিনায় চাকুরী করে বলে জানায়। ঠিকানা- নতুন কোর্ট, নারায়ণগঞ্জ এতটুকু বলতে পারে। ছেলেটিকে তার পিতা-মাতার কোলে পৌঁছে দেওয়ার কাজে সহায়তা করার জন্য সকলের সহযোগিতা চান। অবশেষে সকলের সহযোগিতায় পাওয়া গেল ছেলেটির ঠিকানা। ত্রিশাল উপজেলা ৭ নং ওয়ার্ডে তার বাসা, বাবা ড্রাইভার। বাসা থেকে না বলে বেড় হয়ে যায়। তার মা সুমি আক্তারের নিকট তার ছেলেটিকে বুঝাইয়া দেওয়া হয়েছে। ছেলেকে ফিরে পেয়ে আব্দুল্লাহ পরিবার ত্রিশাল থানা পুলিশ সহ সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।