নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ২ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণের সম্মেলনের স্টেজের সাজ সজ্যা এবং শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুড়ে ঘুড়ে দেখছেন, ঢাঃমঃদঃ সভাপতি প্রার্থী মোঃ নুসরাত শিকদার ডলার (বর্তমান সহ-সভাপতি, ঢাঃমঃদঃ ছাত্রলীগ)।
এসময় তিনি প্রতিশ্রুতি ব্যাক্ত করে বলেন ” মমতাময়ী নেত্রী যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি সভাপতি হতে পারবো, দায়িত্ব পেলে আমার প্রথম কাজ হবে বঙ্গবন্ধু কন্যার উন্নযনের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া, যা অধিকাংশ নেতা-কর্মীরা করে না। এবং মুক্তি যুদ্ধে পরাজিত শক্তি বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র রুখে দেবো” তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয় এর ডিজিটাল বাংলাদেশের মর্ম ঘড়ে ঘড়ে তুলে ধড়বো