নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক দলিল লেখকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্ত্রীকে আটক করা হয়েছে।
আজ রোববার দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রাম থেকে মো. মোশারফ হোসেন ভূঁইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
দলিল লেখক মো. মোশারফ হোসেন ভূঁইয়া।দলিল লেখক মো. মোশারফ হোসেন ভূঁইয়া পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে ডাকাতরা তার স্বামীকে হত্যা করেছে বলে দাবি করেন শাহিনুর আক্তার। তিনি জানান, তিন-চার ডাকাত রাত ২টার দিকে বাড়িতে ঢুকে তাকে অস্ত্রের ভয় দেখায়। এরপর তার স্বামীকে বাথরুমের বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।পুলিশ গিয়ে ডাকাতির কোনো আলামত না পেয়ে হত্যায় জড়িত সন্দেহে শাহিনুরকে আটক করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘মোশারফের বাড়িতে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তার স্ত্রীর বিয়েবহির্ভূত সম্পর্কের কারণে তাকে হত্যা করা হয়েছে।
‘মোশারফের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলার প্রস্তুতি চলছে।