ময়মনসিংহ ফুটপাত হকার্সদের পূর্ণবাসনের দাবীতে গাঙ্গিনাপাড় ফুটপাত হকার্স শ্রমিকলীগ এর আয়োজনে মানববন্ধন করেন হকার্স নেতৃবৃন্দ। হকার্স শ্রমিকলীগ নেতা মো: শরীফ মানববন্ধনে দুইটি দাবী তুলে ধরেন প্রশাসনের সর্বমহলের কাছে। তারা স্হায়ী পূর্ণবাসন ও পূর্ণবাসন না হওয়া পর্যন্ত সরকারী বেসরকারী অফিস আদালত বন্ধ হওয়ার পর বিকাল ৪ থেকে ফুটপাতে বসে দোকান করার দাবী জানান, এই সময় দুইশতাধিক হকার্স মানববন্ধনে অংশনেন এবং শ্রোগান দিয়ে বলেন ভাত চাই, কাজ চাই, সৎ ভাবে বাঁচতে চাই। ফুটপাত হকার্সরা জানান গত চার মাস ধরে আমরা ফুটপাতে দোকান করতে পারছি না, আমরা মানবতার সহিত জীবন যাপন করছি । ঘরে খাবার নেই, সমিতি থেকে ঋননিয়ে দোকানদারী করতাম, সমিতির কিস্তি দিতে পারছিনা, আমাদের পরিবারের সদস্যদের নিয়ে কোন রকম না খেয়ে দিনযাপন করছি, আমরা সৎভাবে বাঁচার জন্য সবার কাছে যাচ্ছি কেউ আমাদের ডাকে সারা দিচ্ছেনা , এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মারা যাবো, আমাদের দাবী না মানলে আমরা রাজপথে আমাদের জীবন দিয়ে দিবো , এ সময় বক্তব্য রাখেন ফুটপাত হকার্সদের নেতা তৌকির মাহমুদ শরীফ, আনোয়ার হোসেন, মো: জনি, আরচি সবুজ বিল্লাল প্রমুখ।