বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

দু’দিনের ব্যবধানে বেনাপোল সীমান্তে ১৯ টি স্বর্ণের বারসহ আটক-২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৬৫ বার পঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই দিনের ব্যবধানে ১৯ টি স্বর্ণের বারসহ দুই চোরাচালানীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

সোমবার (৭ নভেম্বর) সকাল ৮ টার দিকে ভারতে যাওয়ার সময় যাত্রী সিদ্দিকুর রহমানকে ৯টি স্বর্ণের বারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৪৪ গ্রাম, যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।

 

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বেনাপোল দিয়ে একজন পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা ইমিগ্রেশন এলাকায় গোপন অবস্থানে থাকে। পরে স্বর্ন পাচারকারী পাসপোর্ট যাত্রী সিদ্দিকুর তার পাসপোর্টের সকল কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের প্রাক্কালে সন্দেহজনক ভাবে তাকে আটক করা হয়।

 

এ সময় তাকে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ পিস স্বর্ণের বার পাওয়া যায় এবং তাকে আটক করা হয়।

 

অপরদিকে সোমবার ৬ নভেম্বর ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বারসহ রত্না বেগম (৩৩) নামে এক নারী স্বর্নের পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

 

আটক রত্না বেগম পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী। উদ্ধারকৃত স্বর্নের বাজার মূল্য প্রায় সাড়ে ৮২ লাখ টাকা বলে জানায় বিজিবি।

 

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, তাদের কাছে গোপন খবর আসে, রত্না বেগম নামে এক নারী ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে পুটখালী সীমান্তে অবস্থান করছে।এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবির টহল দল সেখানে অভিযান চালিয়ে রত্না বেগম নামে এক নারী স্বর্ন পাচারকারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991