নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় ভাসমান কফিনের ভেতর থেকে অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানার পুলিশ। ১৪ জুন বৃহস্পতিবার রাতে কাকৈরগড়া ইউনিয়নের বন্দেরবাড়ি গ্রামের কংশ নদের ধারে বালুর চর থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র এবং পুলিশ জানায় যে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কংশ নদীর বালুর চরে কফিনে কাফনের কাপড় পরানো একটি অর্ধগলিত লাশের সন্ধান পান এলাকাবাসী। তাৎক্ষনিক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে কফিনসহ মরদেহ উদ্ধার করে। আনুমানিক প্রায় ৪৮ বছর বয়সের নারীর মরদেহ বলে অনুমান করা হচ্ছে।প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে বন্যার পানিতে লাশটি ভেসে এসে এখানে এসে আটকে গেছে। ভেসে আসা মরদেহের পরিচয় এখনো মেলেনি, এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, ভেসে আসা নারীর লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষ করে পোস্টমর্টেম এর জন্য নেত্রকোনা পাঠানো হয়েছে।