নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে(৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার( ২৭ জুন)সকাল ১২টার দিকে ফেচিয়া রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা আগে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রাজীব উল আহসান এর নেতৃত্বে পুলিশের একটি দক্ষ চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক কে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান গার্ড অব অনার প্রদান করেন।
রাস্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দুর্গাপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এমদাদুল হক খান, চন্ডিগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চন্ডীগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাবুর রহমান কাজল সহ স্থানীয় অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এর বাড়ি । মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৫ ঘটিকায় তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বাংলার সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের মৃত্যুতে ১৫৭,নেত্রকোনা -০১ এর সংসদ সদস্য মানু মজুমদার, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার,দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, দুর্গাপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ সহ দুর্গাপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন