মোঃ সোহেল স্টাফ রিপোর্টারঃ অদ্য ০৭/০১/২০২৫ সকাল ১১.৩০ ঘটিকায় চরফ্যাশন উপজেলা কার্যালয় প্রাঙ্গণে
“বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সারাদান কর্মসূচি” প্রকল্পের অধীনে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউ এফপি) এর সহযোগীতায় দূর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সহায়ক কিছু উপকরন বিতরন করা হয়। উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার জনাব , রাসনা শারমিন মিথি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম ওয়ালিউল, উপজেলা সমন্বয়কারী মোঃ বুলবুল আহম্মেদ , ইউএফএফ মোঃ সোহেল , ইউএফএফ দোলন সরকার সহ প্রমুখ , উপজেলা নির্বাহী কর্মকর্তা WFP ও সুশীলন কে ধন্যবাদ দিয়ে বলেন দুর্যোগের আগাম প্রস্তুতি নেওয়ার জন্য (WFP) ও সুশীলনের প্রতিনিধিরা বিভিন্ন মিটিং এর মাধ্যমে সামাজিক উদ্যোগের মাধ্যমে এবং মাঠ মহরার মাধ্যমে আমাদেরকে সচেতন করে থাকে। যাতে করে আমরা দুর্যোগ থেকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি। বিশেষ করে সাধুবাদ জানায় WFP কে জনসাধারণের পাশে থেকে কাজ করার জন্য। এবং আমি সর্বদাই WFP ও সুশীলন এর পাশে থাকবো।