দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগমকবরীর (৫০) নামের এক নারী নিহত হয়েছে। এছাড়া আশঙ্কা জনক অবস্থায় আরো তিন জনকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় শিশুসহ প্রায় ১৫ জন আহত হয়েছে।
আহতরা হলো, একই গ্রামের পচা মন্ডলের ছেলে আঃ জব্বার (৬৫), আলম (৪০), জেহেরের ছেলে সাইদুর রহমান (৪০), আতাউর রহমানের ছেলে জিন্নাত (৫০), আকবর আলীর মেয়ে জেসমিন (৩০), আবুল কালাম (৪৫) ও তার ছেলে সাকিব (১৭) আহত হয়েছে। এছাড়াও মৃত আঃ সামাদের স্ত্রী রজুফা বেগম (৬৫), ফয়েজ উদ্দিনের ছেলে মামুন (৩৮), ফয়েজ উদ্দিনের মেয়ে জায়েদা, হাফিজুরের স্ত্রী জাহানারা, মুনছুরের ছেলে সাইনুল, ইয়াদ আলীর ছেলে সাইদুর, ইসলামের স্ত্রী রাজিয়া আহত হয়েছে।
শনিবার (২২ ফ্রেবুয়ারী) সকালে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিউরকুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় আজ সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, এ ঘটনায় একজন নারী নিহত হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।