শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
ঘোষনা
রাজৈরে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজধানীর মিরপুরে দর্জিকে কুপিয়ে হত্যা ইস্টার্ন হাউজিং,রূপনগর থানা, ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়ীতে শফিকুলকের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: ভুক্তভোগীদের বিচার প্রার্থনা সাবেক স্ত্রীর আটটি মামলায় জর্জরিত স্বামী ও তার প‌রিবার এতিমদের সম্মানে ঢাকা প্রেস ক্লাবের পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধা টিটিসিতে ভর্তি পরীক্ষায় দুর্নীতি বাতিলের দাবি স্থানীয়দের সাতক্ষীরায় শিশু ও নারী সহিংসতার প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ডিবি পুলিশকে জনতার গণধোলাই  গোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনা বিতরণ

দূর্গাপূজাকে সামনে রেখে  কলাপাড়ায় দূর্গামন্ডপে চলছে মহা কর্মযজ্ঞ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার পঠিত

ইউসুফ ইউহানা,কলাপাড়া প্রতিনিধিঃ শরতের আগমনের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পুজা। শারদীয় দূর্গা উৎসবে দেবী আগমনের উপলক্ষে কলাপাড়ায় পুজামন্ডপে এখন চলছে প্রতিমা শিল্পীর শেষ তুলির আচড়।

প্রতিমা শিল্পিরা দিনরাত কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে খড় কুটো আর জল মাটির সমন্বয়ে গড়ে তুলেছেন মা দূর্গার দেবি। দেবি দূর্গা ও তার বাহন কার্তিক,গণেশ,লক্ষি ও সরস্বতিদের এখন শুধু শিল্পির শেষ তুলির নিপুন ছোয়া পাবার পালা। মন্দির ও পূজা মন্ডপে চলছে সাজ সজ্জার কাজ । সাজ সজ্জায় বৈচিত্র আনতে মন্ডপে মন্ডপে চলছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। এখানকার মন্দির গুলো অনেক টাকা খরচ করে ঝাকঝমকপূর্ন ভাবে তৈরি করেছে।

 

 

প্রতিমা শিল্পি রিপন পাল বলেন, বছর তিনেক আগে আমরা প্রতিবছর নতুন প্রতিমা বানানোর কাজ করতাম। তখন খরচ অনেক কম ছিল বিধায় সকল পূজা মন্ডপ ঝাঁকঝমক থাকত এখন অনেক খরচ হওয়ায় নতুন করে কেউ সহজে প্রতিমা তৈরি করেনা।

 

প্রতিমা শিল্পী চয়ন পাল বলেন, আমরা কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের প্রতিমাগুলো নতুন করে রং ও তুলির আঁচড় দিয়ে সাজিয়ে তুলছি। আগে ৭০/৮০ হাজার টাকায় পুরো প্রতিমা তৈরি করা থেকে সাজানো পর্যন্ত খরচ হত।এখন মালামালের দাম বৃদ্দি ,শিল্পিদের পারিশ্রমিক বাড়ার কারনে খরচ এখন প্রায় দিগুন। শেষ মূহূর্তে দেবিকে পড়াবেন পোষাক পরিচেছদ সহ অন্যান্য আল্পনা ।

 

পঞ্জিকা মতে আগামি ৯ই অক্টোবর শুরু হবে শারদীয় দূর্গা পূজা। এ দিন হবে ষষ্ঠি পূজা। আর দশমিতে চোখের জলে দেবি বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পুজা এ ছাড়াও মিশ্রি পাড়া, মম্বি পাড়াসহ অন্যান্য মন্ডপের কাজ শেষ পর্যায় ।

 

নীলগঞ্জ ইউনিয়নের শ্রৗ শ্রৗ গেীরগোবিন্দ সেবা আশ্রম পূজা পরিচালনা কমিটির সভাপতি বাবু কমলেশ হাওলাদার দাবি করেছেন সরকারের প্রতি, যাতে পূজায় সরকারি সহায়তা পাওয়া যায়। পাশাপাশি নিরাপত্তার জোর দাবি করেন তিনি।

 

 

কুয়াকাটা সৈকত লাগোয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন মন্ডল বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজা। আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন শুধু মাত্র বাকি আনুষ্ঠানিকতা। আশা করি এবারের পূজা আনন্দ ও নিরাপদে উৎযাপন করতে পারব।

 

আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইন শৃ্খংলা পরিস্থিতি নিয়ে কথা হয় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার তালুকদার সাথে,তিনি বলেন, পূজা সুন্দর ও সার্থক করার জন্য যা যা করার প্রয়োজন তা সবই করা হবে। সব পূজা মন্ডপে পুলিশ মোতায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991